Unique storyline. Twist was unexpected. Hard to guess!
নায়িকা একজন সাইকিয়াট্রিস্ট। একদম সহজ বাংলায় পাগলের ডাক্তার। সে নিজে পাগলের ডাক্তার হলেও তার নিজেরই দুইটা মানসিক সমস্যা আছে। প্রথমথ, সে কোন ধারালো জিনিস সহ্য করতে পারে না। মানে সুঁই, কাঁচি, ছুরি- যেকোন ধারালো জিনিস দেখলেই সে অজ্ঞান হয়ে যায়। দ্বিতীয়ত, সে পিচ্চিকাল থেকে একটা স্বপ্ন নিয়মিত দেখে। স্বপ্নে সাধারণ পরিবারের একটা মেয়ের সাথে এক রাজকুমারের সাথে প্রেম-কাহিনী দেখে। রাজকুমার ভালোবসে তাকে একটা পীচ-ব্লসম হেয়ার পিন উপহার দেয়। কিন্তু ভাগ্য তাদের শেষ পর্যন্ত সহায় হয় না। রাজকুমারকে বাঁচাতে গিয়ে মেয়েটা মারা যায়। তার লাশ কোলে নিয়ে রাজকুমার প্রতিজ্ঞা করে- I'll come and find you in our next life! স্বপ্ন এইখানেই শেষ। স্বপ্নে মেয়েটার জায়গায় সে নিজেকে দেখতে পায় কিন্তু রাজকুমারের চেহারাটা কখনো স্পষ্ট দেখতে পায় না। ঝাপসা ঝাপসা দেখে সব সময়!নায়ক বিখ্যাত অর্নামেন্টস ডিজাইনার এবং দেশের সবচেয়ে বড় গহনা তৈরির কোম্পানির সিইও। বড় সিইওদের ক্ষেত্রে যেমন হয়, শত্রুর অভাব নাই। শত্রুদের চক্রান্তে একদিন নায়কের কার এক্সিডেন্ট করে। এতে নায়ক প্রাণে বেঁচে গেলেও মেন্টাল ইনসেনিটি হারিয়ে ফেলে। এখন সে নিজেকে প্রাচীন এক রাজকুমার ভাবে! তার মেন্টাল পিস বজায় রাখতে কোম্পানীর পক্ষ থেকে বিশাল একটা হিস্টোরিক্যাল সিনেমার সেট ভাড়া করা হয়। সেখানেই সে থাকে। তার চিকিৎসার জন্য দেশের নামকরা সব সাইকিয়াট্রিস্টকে আনা হয়, কেউই তেমন সুবিধা করতে পারে না। অবশেষে তার চিকিৎসার ভার এসে পড়ে আমাদের মেন্টালি অসুস্থ মেন্টাল ডাক্তার নায়িকার উপর!
তার চিকিৎসা করতে আসার প্রথম দিন নায়িকা প্রথম বারের মত তার স্বপ্নে রাজকুমারের চেহারাটা স্পষ্ট দেখতে পায়। এই রাজকুমার আর কেউই নয়- তার কারেন্ট প্যাশেন্ট, আমাদের নায়ক! তবে কি রাজকুমার তার দেয়া প্রমিজ রেখেছে? আবার জন্ম নিয়ে ফেরত এসেছে নিজের অধরা ভালোবাসাকে আবার জয় করতে? এমনকি তার কাছে অতীতের সেই পীচ-ব্লসম হেয়ার পিনটাও আছে! তবে কি মাগধীরা মুভির মত নায়ক নায়িকার আবার পুনঃজন্ম হয়েছে!? দাঁড়ান, এখনই উত্তেজিত হবেন না, এখানে বিশাল একটা টুইস্ট আছে! ড্রামা দেখার সময় এই টুইস্ট আমিও ধরতে পারি নাই! আশা করি আপনারাও পারবেন না!!!
মোট তিনটা কাপল। কিন্তু সেকেন্ড লীড কাপলটা একটু বেশিই কিউট। ওদের খুনসুটি ক্যামিস্ট্রি সবই মন কাড়বে। সেকেন্ড লীড সিন্ড্রোমে ভুগবেন না, কিন্তু সেকেন্ড লীডের জন্য প্রচন্ড খারাপ লাগবে। পুরো ড্রামা জুড়ে সেকেন্ড লীডের সাথে নায়িকাকে কখনোই শিপ করাতে ইচ্ছা হবেনা, কিন্তু পুরো ড্রামা জুড়েই মনে হবে বেচারা আরো বেটার কিছু ডিজার্ভ করে।
ড্রামার প্রথম অংশটা রকিং, মাঝে কিছুটা স্লো। আমার মনে হয়েছে মাঝখানের ২/৩টা এপিসোড হুদাই বাড়ানো হয়েছে। এতটাও ড্রামার দরকার ছিলো না। শেষটা আবার শকিং। বেশির ভাগ চাইনিজ ড্রামার ক্ষেত্রে এন্ডিংটা ভালো হয়না, গাঁজাখুরি একটা এন্ডিং দেয়া হয়। কিন্তু এই ড্রামার এন্ডিংটা আমার কাছে ওয়ান অব দ্য মোস্ট পারফেক্ট এন্ডিং মনে হয়েছে।
নরমালি হিস্টোরিক্যাল জনরাটা আমার কাছে খুব একটা পছন্দ না। কিন্তু এই ড্রামাটা আমার কাছে এক টিকেটে দুই সিনেমা দেখার মত মনে হয়েছে! হিস্টোরিক্যাল অংশও আছে আবার মডার্ন অংশও আছে। ড্রামায় দুইটা কাহিনী প্যারালালি চলে- একটা নায়িকার স্বপ্নে অন্যটা বাস্তবে! সব মিলিয়ে ড্রামাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই ড্রামা নিয়ে এখনো কোনো রিভিউ আমার চোখে পড়ে নি। অথচ ড্রামাটা দেখার পর মনে হয়েছে এই ড্রামা আরো কিছুটা হাইপ ডিজার্ভ করে।
এই ড্রামার সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে- সাবটাইটেলের অবস্থা খুব একটা সুবিধার না। ম্যাংগো টিভির ড্রামা, অফিসিয়াল কোন সাব নেই। ফ্যানমেড সাব আছে, সেটার অবস্থা খুব একটা ভালো না, অনেক জায়গায় সাব নেই, ডায়লগ মিস করে গেছে। তারপরেও ড্রামা দেখতে বা বুঝতে তেমন কোনো অসুবিধা হয়নি। আশা করছি আপনাদেরও হবেনা!
Was this review helpful to you?
This review may contain spoilers
Stress Free Drama
This drama has a promising premise, in my opinion. I think this would be better if it's wrapped up in 12 episodes, but it chooses to be a 24 episodes drama.I'm from the psychology area, I can say the writer knows NOTHING about this kind of disorder, and have no interest in psychology either. If I rant about the psychology area, the wrong approach that the FL use to cure him, how he can casually change from Ming Dynasty to the present time, why can't the FL even be able to overcome her trauma (she's a therapist for GOD shake), etc, I'll end up writing a ranting novel. I'll write some basics which annoyed me the most.
First of all, a therapist will definitely lose their license if they're having a romantic relationship with their patients. Big NO.
This is quoted from the drama's page "Involved in a car accident at a young age, he developed a strange neurosis that worsened with time. Believing he is the Ming Dynasty’s Emperor Jianwen , Xuan Wen cares only for the prosperity of his imaginary empire." Judging from that statement, the ML's suffering from SEVERE Delusional disorders, this disorder will never occur due to an accident. And as his condition in the drama, this will take years.
Why this annoyed me the most, is because in the drama he has a psychiatrist (the FL's boss) who diagnosed ML with the disorder. Not to mention the FL and the second FL are both therapists... so...basically, he can easily trick 3 licensed psychologists??? Something that even the uncle the FL's brother can easily figure out but somehow these 3 psychologists can't?? Is the writer really think we are that idiot? We can diagnose a psychopath, there's no way a mere CEO can easily trick us. We can spot people who really need our help VS a liar in less than 30 minutes interview
I think it will be more logical if after the accident the ML found out someone wants to kill him. In his effort to find the perpetrator, he pretends that he's suffering from delusional disorder and hire a therapist to join and support his plot so that it looks more believable and people around him believe that he is not in a normal mental state.
This also means that the ML and FL can have a romantic relationship since he is not her patient. What's the point of tricking her anyway?
What can I say, the writer is just too lazy to study.
I can enjoy watching it without skipping any parts just until ep 7, but then, it is just too boring. Too many unnecessary sweet scenes of the main couple. If you watch until ep 8 and jump to ep 16, you really won't miss anything.
This drama is totally stress-free. I can't find a cunningly devilish villain in it. I also like how she can calmly face her heartbreaking. Overall, messy storyline with zero knowledge of the area it tried to raise about, but still worth watching.
Was this review helpful to you?
What happened?
What started out to be really good and clever with the plot and twisted. And then from episode 15 on the writer got twisted by his own twist and couldn't unravel out of it! The relationship/romantic side of the leading couple got so messy it's painful to watch. Not to mention the ongoing between the two side couples, pathetic is the word, why even bother to give them so much air time or a story when can't even handle the lead couple storyline.. It's getting so boring by now, and the FL behave like she never left high SCHOOL left alone University with a degree in Psychiatry from overseas for heaven sake! How did she manage that? So not cool, and so irritating at this point, and bet it's fizzled out in the subsequent episode.I also just read the Writer bio, he is also responsible for Legend of Anle with Gong Jun and Dilraba, I wonder how is it going to work with those two, and with this writer? Can only spell one thing!!! Gosh, I hope I am wrong! Soooooo wrong! Please, prove me wrong!!!!
Was this review helpful to you?
Uma ideia bem original com um bom inicio, mas uma segunda metade entediante
Uma historia de amor, com um tema bem original. Seu enredo inicial é um grande acerto.A trama não é nada grandiosa, mas é bem original ao menos em seu inicio.
Roteiro do Amor é um drama bem interessante em seu inicio e até toda primeira metade,
tenho certeza que vai lhe manter interessado, mas sua segunda metade acaba se tornando um problema.
Não que tenha ficado de todo ruim, o problema é que a partir desta parte meu interesse foi por agua abaixo.
A historia não é nada mais do que o esperado,
ao menos seu ponta pé inicial é diferenciado e chama atenção.
Não espere muito dela, pois você pode acabar se decepcionando.
A qualidade da produção é boa
O figurino me agrada.
A OST é boa, mas não me pareceu tão memorável.
Talvez não tenha sido tanto do meu agrado? Não sei ao certo.
Sim tem boas musicas, gostei tanto da abertura quanto do encerramento.
O romance do casal principal é digamos... Bem ele funciona bem na primeira metade,
parece que houve uma perda de brilho a partir da segunda metade, claro talvez seja eu sendo chato.
A química entre eles não é das melhores, acho curioso que o casal secundário conseguiu uma química melhor.
Além do casal principal, existem outros casais, sendo mais preciso: dois. Só que não me chamarem tanta atenção.
Zhuang Da Fei como Luo Kai Huai me pareceu bem em seu personagem, não lembro de ter visto nada dessa atriz.
Sua personagem é cheia de surpresas e rende boas cenas em toda primeira metade.
Wan Yan Luo Rong como Zhu Xuan Wen é uma surpresa, além de ser seu primeiro papel principal.
Seu personagem é muito interessante no inicio, pena que uma revelação muda as coisas de certa forma.
O elenco como um todo é bom,
não tenho muito o que falar.
Por fim, as considerações finais.
Esse drama é bom, desde que você não espere demais dele,
pode ser uma boa escolha se você esta esperando algum outro drama.
Seu inicio é maravilhoso e consegue se manter por toda a primeira metade,
rendendo boas cenas, sua comedia é na medida certa e se mostrou um grande acerto,
mas a partir da segunda metade as coisas acabam por se tornarem menos interessante.
Was this review helpful to you?